মৃত ভাইয়ের সম্পত্তি ভাগ করতে চাচ্ছেন কিন্তু মৃত ভাইয়ের সম্পত্তি বন্টন করার সঠিক নিয়ম জানেন না? এই পোস্ট থেকে মৃত ভাইয়ের সম্পত্তি কিভাবে বন্টন করতে হয় তা জেনে নিন।
বর্তমান সময়ে মৃত ভাইয়ের সম্পত্তি ভাগ করা নিয়ে আমাদের সমাজে অনেক জটিলতা দেখা যায়। কিন্তু মুসলিম উত্তরাধিকার আইন মেনে নেয় তাহলে কোন জটিলতা ছাড়াই মৃত ভাইয়ের সম্পত্তি বন্টন করতে পারবেন।
তাই চলুন, মৃত ভাইয়ের সম্পত্তি কিভাবে বন্টন করতে হয় তা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
মৃত ভাইয়ের সম্পত্তির ওয়ারিশ কারা?
মৃত ভাইয়ের সম্পত্তি ভাগ করার আগে জানতে হবে মৃত ভাইয়ের সম্পত্তির ওয়ারিশ কারা কারা। মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী, মৃত ভাইয়ের সম্পত্তির ওয়ারিশ হচ্ছেন তার স্ত্রী, ছেলে-মেয়ে, মা-বাবা এবং ভাইবোন।
মূলত এই কয়জন হচ্ছে মৃত ভাইয়ের সম্পত্তির ওয়ারিশ। উপরের এই কয়জন মৃত ভাইয়ের সম্পত্তি পাওয়া অধিকার রাখে।
মৃত ভাইয়ের সম্পত্তি বন্টন
মৃত ভাইয়ের সম্পত্তি কিভাবে বন্টন করতে হয় তা নিচে ধাপে ধাপে তো বুঝানো হয়েছে। নিচের ধাপ গুলো অনুসরণ করে মৃত ভাইয়ের সম্পত্তি বন্টন করুন।
স্ত্রী কত অংশ পাবে?
মৃত ভাইয়ের মোট সম্পত্তির ১/৮ অংশ তার স্ত্রী পাবে। অর্থাৎ, মৃত ভাইয়ের মোট সম্পত্তির ৮ ভাগের এক ভাগ তার স্ত্রী পাবে।
আর যদি মৃত ভাইয়ের কোন সন্তান না থাকে তাহলে তার স্ত্রী পাবে ১/৪ অংশ। অর্থাৎ, মৃত ভাই যদি নিসন্তান হয় তাহলে তার স্ত্রী চার ভাগের একভাগ অংশ পাবে।
ছেলে কত অংশ পাবে?
মৃত ভাইয়ের মোট সম্পত্তির অংশ থেকে মেয়ে যে অংশ পাবে তার দ্বিগুণ অংশ পাবে ছেলে সন্তান। অর্থ্যাৎ, মৃত ভাইয়ের মেয়ে/মেয়েরা যদি ১০ টাকা পায় তাহলে ছেলেরা ২০ টাকা পাবে।
এভাবেই মূলত মৃত ভাইয়ের সম্পত্তিতে ছেলেদের দ্বিগুণ অংশ দিতে হবে। এটাই মূলত মুসলিম উত্তরাধিকার আইন।
মেয়ে কত অংশ পাবে?
মৃত ভাইয়ের সম্পত্তির ওয়ারিশ তার মেয়ে। মৃত ভাইয়ের মোট সম্পত্তির ছেলে/ছেলেরা যে অংশ পাবে মেয়ে/মেয়েরা তার অর্ধেক অংশ পাবে।
অর্থাৎ, মৃত ভাইয়ের সম্পত্তিতে তার ছেলে যদি ২০ টাকা অংশ পায় তাহলে তার মেয়ে পাবে ১০ টাকা।
বাবা-মা কত অংশ পাবে?
মৃত ভাইয়ের সম্পত্তিতে বাবা-মার অধিকার বা অংশ রয়েছে। মৃত ভাইয়ের মোট সম্পত্তির ১/৬ অংশ বাবা-মা প্রত্যেকে পাবে।
অর্থাৎ, মৃত ভাইয়ের সম্পত্তির ছয় ভাগের মধ্যে একভাগ বাবা-মা আলাদা আলাদা ভাবে পাবে।
ভাই-বোন কত অংশ পাবে?
মৃত ভাইয়ের সম্পত্তিতে ভাই বোনের অংশ খুব একটা নেই। তবে মৃত ভাইয়ের যদি কোন সন্তান না থাকে সেক্ষেত্রে কিছুটা অংশ পাওয়া যেতে পারে।
আর যদি মৃত ভাইয়ের ছেলেমেয়ে ও স্ত্রী থাকে তাহলে এখানে সম্পত্তি পাওয়ার কোন সুযোগ বা যোগ্যতা নেই।
মৃত ভাইয়ের সম্পত্তি বন্টন করার নিয়ম
মৃত ভাইয়ের সম্পত্তি ভাগ করার সহজ নিয়ম হচ্ছে উত্তরাধিকার অ্যাপ ব্যবহার করা। এই অ্যাপ দিয়ে মাত্র ১ মিনিটে মৃত ভাইয়ের সম্পত্তি ভাগ করতে পারবেন।
কিভাবে উত্তরাধিকার অ্যাপ দিয়ে মৃত ভাইয়ের সম্পত্তি ভাগ করবেন তা দেখে নিন।

ধাপ ১: উত্তরাধিকার অ্যাপ ইন্সটল করুন
উত্তরাধিকার অ্যাপস দিয়ে সম্পত্তি বন্টন করার জন্য প্রথমে আপনাকে উত্তরাধিকার অ্যাপ ইনস্টল করতে হবে। এজন্য গুগল প্লে-স্টোর গিয়ে উত্তরাধিকার লিখে সার্চ করুন। তারপরে প্রথম যে অ্যাপ আসবে তা ইন্সটল করুন।

ধাপ ২: উত্তরাধিকার অ্যাপটি ওপেন করুন
উপরোক্ত পদ্ধতিতে উত্তরাধিকার অ্যাপ ইন্সটল করার পরে সরাসরি অ্যাপটি ওপেন করবেন। অর্থ্যাৎ, উত্তরাধিকার অ্যাপ ইন্সটল হলে Open বাটনে ক্লিক করুন।

ধাপ ৩: মৃত ভাইয়ের ওয়ারিশদের সংখ্যা প্রদান করুন
এই পর্যায়ে মৃত ভাইয়ের ওয়ারিশদের সংখ্যা প্রদান করতে হবে। অর্থাৎ, মৃত ভাইয়ের স্ত্রীর সংখ্যা, ছেলে মেয়ের সংখ্যা, পিতা-মাতার সংখ্যা দিতে হবে।

ধাপ ৪: মৃত ভাইয়ের সম্পত্তির বিবরণ দিন
আপনার যে ভাই মারা গেছে অর্থ্যাৎ, মৃত ভাইয়ের মোট সম্পত্তির বিবরণ দিতে হবে। জমিজমা, টাকা-পয়সা ও অন্যান্য সম্পত্তির বিবরণ দিবেন।
ধাপ ৫: ফলাফল বাটনে ক্লিক করুন
মৃত ভাইয়ের ওয়ারিশদের সংখ্যা প্রদান করে মোট সম্পত্তির বিবরণ দিতে হবে। তারপরে সরাসরি ফলাফল বাটনে ক্লিক করবেন।

তাহলে প্রত্যেকের আলাদা আলাদা ভাবে সম্পত্তির ভাগ চলে। অর্থাৎ, স্ত্রী কত অংশ পাবে, ছেলে মেয়ে কত অংশ এবং পিতা-মাতা কত অংশ পাবে সব দেখতে পারবেন।
এভাবেই উত্তরাধিকার অ্যাপ ব্যবহার করে খুব সহজে যেকোন জটিল সম্পত্তি বন্টন করতে পারবেন মাত্র কয়েক মিনিটে।
সারকথা
মৃত ভাইয়ের সম্পত্তি বন্টন করার সহজ নিয়ম উপরে উল্লেখ করেছি। উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে সহজেই মৃত ভাইয়ের সম্পত্তি ভাগ করতে পারবেন।
এছাড়া কোন সম্পত্তির ভাগ করতে যদি সমস্যায় করেন তাহলে আমাদের ব্লগে কমেন্ট করবেন। আমরা আপনাকে সহযোগিতা করব।



