মায়ের সম্পত্তি ভাগ করতে চাচ্ছেন অথচ মায়ের সম্পত্তি ভাগের নিয়ম জানেন না। এই পোস্টে মায়ের সম্পত্তি বন্টন আইন বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 

বর্তমানে বাংলাদেশে মায়ের সম্পত্তি বন্টন করা নিয়ে আলোচনা-সমলোচনার কোন শেষ নেই। কেউ কেউ আবার ভাবেন, মায়ের সম্পত্তিতে মেয়ের অংশ একটু বেশি থাকে। আবার কেউ ভাবেন, ছেলেরাই মায়ের সম্পত্তিতে মেয়েদের চেয়ে বেশী অংশ পাবে। 

তাই চলুন, ইসলামে মায়ের সম্পত্তি ভাগের নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। 

মায়ের সম্পত্তি ভাগের নিয়ম ২০২৪

মায়ের সম্পত্তি ভাগ করার নিয়ে পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা আগেই স্পষ্ট করে দিয়েছেন। মায়ের সম্পত্তির মোট অংশের ২ অংশ ছেলেরা পাবে আর ১ অংশ মেয়েরা পাবে। 

তাহলে বুঝা গেল, মায়ের সম্পত্তি ভাগের অনুপাত হবে ২:১। অর্থ্যাৎ, মায়ের ছেলে সন্তানরা ২ অংশ পাবে আর মেয়ে সন্তানরা ১ অংশ পাবে। 

আরো সহজভাবে বলতে গেলে, মায়ের ১ জন ছেলে সন্তান এবং ২ জন মেয়ে সন্তান রয়েছে এবং মায়ের ৪ শতক জমি আছে। তাহলে এখানে মায়ের সম্পত্তিতে ছেলে সন্তান ২ শতক জমি পাবেন। আর বাকি ২ শতক জমি ১ শতক করে ২ মেয়ে পাবে।

আবার মায়ের শুধুমাত্র মেয়ে সন্তান আছে কোন ছেলে সন্তান নেই। তাহলে মেয়ে মায়ের সম্পত্তির ১/২ বা অর্ধেক অংশ অথবা একাধিক মেয়ে হলে ৩ অংশের ২ অংশ পাবে। 

এভাবেই খুব সহজে মায়ের জমিজমা, টাকা-পয়সা এবং অন্যান্য সম্পত্তি বন্টন করতে পারবেন মাত্র কয়েক মিনিটে। 

মায়ের সম্পত্তি বন্টন আইন বাংলাদেশ

মুসলিম উত্তরাধিকার অনুযায়ী, মায়ের সম্পত্তি বন্টন আইন হচ্ছে মেয়েরা যা পাবে ছেলেরা তার দ্বিগুণ পাবে। অর্থ্যাৎ, মায়ের সম্পত্তি বন্টন অনুপাত ২:১। এখানে ২ অংশ ছেলে আর ১ অংশ মেয়ে পাবে। 

এছাড়া একদম সহজে মায়ের সম্পত্তি বন্টন করতে উত্তরাধিকার অ্যাপ ব্যবহার করতে পারেন। এজন্য গুগল প্লে-স্টোর থেকে উত্তরাধিকার অ্যাপ ইন্সটল করুন। তারপরে অ্যাপটি ওপেন করতে হবে। 

এবার মায়ের কতজন ছেলে ও মেয়ে তা সিলেক্ট করতে হবে। আমি ধরলাম, মায়ের ছেলে ১ জন এবং মেয়ে ৩ জন। মায়ের মোট সম্পত্তি আছে ২০ শতক। 

মায়ের সম্পত্তি ভাগের নিয়ম

তাহলে এখন সম্পদের বিবরণ অপশনে থেকে জমি এর ঘরে ২০ লিখে দিলাম। এবার সরাসরি ফলাফল বাটনে ক্লিক করবো। 

মায়ের সম্পত্তি ভাগের নিয়ম

ফলাফল বাটনে ক্লিক করলে ছেলে ও মেয়ে কে কত শতক জমি পাবে তা শো করবে। এখানে ২০ শতক জমির মধ্যে ছেলে ৮ শতক একাই পাবে। আর বাকি ১২ শতক ৩ মেয়ে ৪ শতক করে পাবে। 

মায়ের সম্পত্তি ভাগের নিয়ম

উপরোক্ত পদ্ধতির মাধ্যমে যেকোনো জটিল জমির হিসাব বের করতে পারবেন মাত্র ১ মিনিটে। তাই মায়ের সম্পত্তি বন্টন করতে তাড়াতাড়ি উত্তরাধিকার অ্যাপ ইন্সটল করুন।

মুসলিম আইনে মায়ের সম্পত্তি বন্টন

মুসলিম আইনে মায়ের সম্পত্তি বন্টন হবে ২:১ অনুপাতে। এখানে মায়ের সম্পত্তির মোট অংশের ২ অংশ ছেলে সন্তান পাবে। আর বাকি ১ অংশ মেয়ে সন্তান পাবে। 

আবার মায়ের যদি ছেলে সন্তান না থাকে তাহলে একটি মাত্র মেয়ে থাকলে মোট সম্পত্তির অর্ধেক মেয়ে পাবে এবং বাকি অর্ধেক মায়ের ওয়ারিশরা পাবেন। 

আর মায়ের ছেলে সন্তান না থাকে যদি একাধিক মেয়ে সন্তান থাকে তাহলে মেয়েরা তিন অংশের দুই অংশ পাবে এবং বাকি এক অংশ ওয়ারিশরা পাবেন। 

মায়ের সম্পত্তিতে মেয়ের অংশ কত? 

মায়ের সম্পত্তিতে মেয়ের অংশ ছেলের অর্ধেক। অর্থ্যাৎ, মায়ের সম্পত্তিতে ছেলে যে অংশ পাবে মেয়ে তার ১/২ বা অর্ধেক অংশ পাবে। 

আরো সহজভাবে বললে, মায়ের সম্পত্তিতে মেয়ের অংশ তিন ভাগের এক ভাগ। আর বাকি দুই ভাগ ছেলে সন্তান পাবে। 

ছেলে সন্তান না থাকলে মায়ের সম্পত্তির বন্টন

ছেলে সন্তান না থাকলে মায়ের সম্পত্তির বন্টন নিয়ে জটিলতা কোন শেষ নেই। কিন্তু ইসলামে সহজভাবে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে। 

ছেলে সন্তান না থাকলে মায়ের যদি একটিমাত্র মেয়ে সন্তান থাকে তাহলে মেয়ে সম্পত্তির অর্ধেক অংশ পাবে। আর বাকি অর্ধেক অংশ মায়ের ওয়ারিশরা পাবেন। 

আবার ছেলে সন্তান না থাকলে মায়ের যদি একাধিক মেয়ে সন্তান থাকে তাহলে মেয়েরা সম্পত্তির ৩ ভাগের ২ ভাগ পাবে

 এবং বাকি ১ ভাগ মায়ের ওয়ারিশরা পাবেন। 

জীবিত মায়ের সম্পত্তি ভাগের নিয়ম

মুসলিম উত্তরাধিকার আইনে, জীবিত মায়ের সম্পত্তি ২:১ অনুপাতে বন্টন করা হয়। অর্থ্যাৎ, মায়ের সম্পত্তিতে মেয়েরা ছেলেদের অর্ধেক অংশ পাবে। 

কিন্তু জীবিত মা যদি তার জীবদ্দশায় সম্পত্তি যে কারো নামে দলিল করে দিতে পারেন। অর্থ্যাৎ, মা জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি যে কাউকে দিতে পারবেন। 

শেষকথা 

এই পোস্টে ইসলামে মায়ের সম্পত্তি ভাগের নিয়ম ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তাই যারা মায়ের সম্পত্তি বন্টন করবেন, তারা উপরোক্ত পদ্ধতিতে মায়ের সম্পত্তি ভাগ করে নিতে পারেন। 

এছাড়া এই পোস্ট নিয়ে কোন প্রকার মন্তব্য থাকলে কমেন্ট করতে ভুলবেন না। এ রকম জমিজমা সংক্রান্ত পোস্ট পড়তে LanGovBD ওয়েবসাইটে চোখ রাখুন। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *