বর্তমানে অনলাইনে খুব সহজে dlrms land gov bd ওয়েবসাইটে সকল প্রকার খতিয়ান অনুসন্ধান করতে পারবেন মাত্র ১ মিনিটে। কিভাবে dlrms land gov bd ওয়েবসাইটে আরএস খতিয়ান অনুসন্ধান করতে হয় তা জানতে পারবেন আজকের পোস্টে। 

নতুন জমি ক্রয় করার পূর্বে জমির খতিয়ান বা রেকর্ড সঠিক আছে কিনা তা যাচাই করা অনেক জরুরী। বর্তমান সময়ে জমির খতিয়ান বা রেকর্ড যাচাই করার জন্য ভূমি অফিসে যেতে হয় না। এখন ঘরে বসেই dlrms land gov bd ওয়েবসাইটে ভিজিট করে আরএস খতিয়ান, এসএ খতিয়ান এবং বিএস খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। 

তাই আসুন, dlrms land gov bd ওয়েবসাইটে খতিয়ান অনুসন্ধান করার নিয়ম জেনে নেওয়া যাক। 

dlrms land gov bd খতিয়ান অনুসন্ধান করুন

dlrms land gov bd খতিয়ান অনুসন্ধান করার জন্য সর্বপ্রথম dlrms.land.gov.bd ওয়েবসাইটের ভিজিট করুন। তারপরে, জমির বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, খতিয়ানের ধরণ বাছাই করবেন। এরপরে, খতিয়ান নং/ দাগ নং দিয়ে খুজুন বাটনে ক্লিক করুন। 

আপনার প্রদত্ত তথ্য যদি সঠিক থাকে তাহলে উক্ত জমির মালিকানার তথ্য আপনার সামনে শো করবে। 

এভাবেই সহজ পদ্ধতির মাধ্যমে মাত্র ১ মিনিটে যেকোনো জমির খতিয়ান ও রেকর্ড অনুসন্ধান করতে পারবেন। 

dlrms land gov bd আর এস খতিয়ান অনুসন্ধান পদ্ধতি 

আর এস খতিয়ান অনুসন্ধান পদ্ধতি নিচে ধাপে ধাপে উল্লেখ করা হয়েছে। নিচের ধাপ গুলো অনুসরণ করে সহজেই   dlrms land gov bd আর এস খতিয়ান অনুসন্ধান করুন। 

ধাপ ১- DLRMS ওয়েবসাইটের ভিজিট করুন

আর এস খতিয়ানের তথ্য অনুসন্ধান করার জন্য সর্বপ্রথম dlrms.land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। 

dlrms land gov bd

ধাপ ২- বিভাগ ও জেলা বাছাই করুন

dlrms.land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করলে উপরের ছবির মতন ওয়েবপেজ শো করবে। এখান থেকে প্রথমে বিভাগ বাছাই করতে হবে। তারপরে জেলা বাছাই করবেন। 

dlrms land gov bd

ধাপ ৩- উপজেলা এবং আরএস খতিয়ান বাছাই করুন 

এই পর্যায়ে উপজেলা/থানা অপশন হতে আপনার জমির উপজেলা বা থানা বাছাই করবেন। এরপরে খতিয়ানের ধরন অপশন হতে আরএস খতিয়ান বাছাই করুন। 

dlrms land gov bd

ধাপ ৪- মৌজা এবং খতিয়ান নম্বর লিখুন 

এবার আপনার জমির সঠিক মজা বাছাই করবেন। এরপরে খতিয়ান নং এর ঘরে জমির খতিয়ান নাম্বার লিখুন। অতঃপর সব ঠিকঠাক থাকলে খুজুন বাটনে ক্লিক করুন। 

dlrms land gov bd

ধাপ ৫- আরএস খতিয়ানের তথ্য যাচাই করুন 

উপরোক্ত পদ্ধতির মাধ্যমে জমির বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, খতিয়ানের ধরন এবং দাগ নম্বর লিখে খুজুন বাটনে ক্লিক করলে উক্ত জমির আরএস খতিয়ানের তথ্য যাচাই করতে পারবেন। 

dlrms land gov bd

ধাপ ৬- অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন 

আপনি যদি জমির দাগ নাম্বার বা জমির মালিকানার নাম দিয়ে খতিয়ানের তথ্য যাচাই করতে চান তাহলে উপরে থাকা অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন।

তারপরে জমির মালিকানার তথ্য অথবা জমির দাগ নাম্বার লিখুন। অতঃপর খুজুন বাটনে ক্লিক করুন। তাহলে উক্ত জমির খতিয়ানের তথ্য বের হবে। 

এভাবেই উপরোক্ত পদ্ধতির মাধ্যমে যেকোন জমির খতিয়ানের তথ্য বের করতে পারবেন মাত্র ১ মিনিটে ঘরে বসে। 

খতিয়ানের তথ্য না পেলে করণীয় কি? 

উপরোক্ত পদ্ধতির মাধ্যমে যদি আপনার জমির খতিয়ানের তথ্য না আসে তাহলে বেশি চিন্তিত না হয়ে নিকটস্থ উপজেলা বা জেলা ভূমি অফিসে যোগাযোগ করুন। 

উপজেলা বা জেলা ভূমি অফিসে যাওয়ার আগে অবশ্যই আপনার পুরাতন খতিয়ানের কাগজ সঙ্গে করে নিয়ে যাবেন। 

শেষকথা 

আরএস খতিয়ানের তথ্য অনুসন্ধান করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য এই পোস্টে জেনেছি। উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে মাত্র কয়েক মিনিটে যেকোনো জমির আরএস খতিয়ানের তথ্য বের করতে পারবেন। 

এছাড়া আপনার জমি খতিয়ানের তথ্য অনুসন্ধান করতে কোন রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *