অনলাইন খতিয়ান অনুসন্ধান করা একদম সহজ। অনলাইনে সার্ভে ও নামজারি খতিয়ান অনুসন্ধান করুন নিচের ধাপগুলো অনুসরণ করে। 

এখন আর জমির খতিয়ান অনুসন্ধান করার জন্য ভূমি অফিসে যেতে হবে না।বর্তমানে যেকোনো জমির খতিয়ান অনুসন্ধান করতে পারবেন অনলাইনে। https://dlrms.land.gov.bd/ ওয়েবসাইটের ভিজিট করে অনলাইনে খতিয়ান বের করতে পারবেন। 

তাই আসুন, অনলাইন খতিয়ান অনুসন্ধান করার বিস্তারিত নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। 

অনলাইন খতিয়ান অনুসন্ধান

অনলাইন খতিয়ান অনুসন্ধান করার জন্য সর্বপ্রথম dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। তারপরে যথাক্রমে জমির বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন এবং মজা সিলেক্ট করুন। 

এখন খতিয়ান নং এর ঘরে আপনার খতিয়ান নাম্বার লিখুন। তারপরে খুজুন বাটনে ক্লিক করুন। তাহলে অনলাইনে আপনার জমির খতিয়ান সহজেই অনুসন্ধান করতে পারবেন। 

এ বিষয়ে আরো বিস্তারিত জানতে নিচের ধাপগুলো ভালোভাবে অনুসরণ করতে পারেন। ধাপগুলো হচ্ছে…… 

ধাপ ১ঃ dlrms.land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন 

অনলাইনে খতিয়ান অনুসন্ধান করার জন্য প্রথমে আপনাকে https://dlrms.land.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 

অনলাইন খতিয়ান অনুসন্ধান

ধাপ ২ঃ সার্ভে খতিয়ান সিলেক্ট করুন 

উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার পর উপরের ছবির মত আপনার ফোনেও ওয়েব পেজ দেখা যাবে। এখান থেকে সার্ভে খতিয়ান অপশন সিলেক্ট করবেন। 

অনলাইন খতিয়ান অনুসন্ধান

ধাপ ৩ঃ বিভাগ এবং জেলা সিলেক্ট করুন 

এই পর্যায়ে আপনার জমির বিভাগ এবং জেলা সিলেক্ট করতে হবে। এজন্য প্রথমে আপনার বিভাগ সিলেক্ট করুন। তারপরে আপনার জেলা সিলেক্ট করবেন। 

অনলাইন খতিয়ান অনুসন্ধান

ধাপ ৪ঃ উপজেলা বা থানা এবং খতিয়ানের ধরণ সিলেক্ট করুন 

এখন আপনার উপজেলা বা থানা সিলেক্ট করতে হবে। উপজেলা বা থানা সিলেক্ট করার পরে খতিয়ানের ধরন সিলেক্ট করবেন। 

অনলাইন খতিয়ান অনুসন্ধান

ধাপ ৫ঃ মৌজা এবং খতিয়ানের তালিকা সিলেক্ট করুন 

এই পর্যায়ে আপনার জমি কোন মৌজায় অবস্থিত সেই মৌজা সিলেক্ট করতে হবে। তারপরে খতিয়ানের তালিকা এই ঘরে আপনার জমির খতিয়ান নাম্বার লিখে খুজুন বাটনে ক্লিক করবেন। 

অনলাইন খতিয়ান অনুসন্ধান

খুজুন বাটনে ক্লিক করলে খতিয়ানের তথ্য আসবে। তারপর সেখানে ডাবল ক্লিক করুন। তাহলে উক্ত জমির খতিয়ানের তথ্য দেখতে পারবেন। 

ধাপ ৬ঃ দাগ নং/মালিকের নাম দিয়ে খতিয়ান অনুসন্ধান করুন 

দাগ নং/মালিকের নাম দিয়ে খতিয়ান অনুসন্ধান করতে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। 

অনলাইন খতিয়ান অনুসন্ধান

তারপরে দাগ নং/মালিকের নাম লিখে খুজুন বাটনে ক্লিক করুন। তারপরে ডাবল ক্লিক করে খতিয়ানের তথ্য অনুসরণ করুন। 

অনলাইন খতিয়ান অনুসন্ধান

এভাবেই খুব সহজ পদ্ধতি মাধ্যমে উক্ত ধাপগুলো অনুসরণ করে অনলাইনে খতিয়ানের তথ্য বের করতে পারবেন। 

অনলাইনে খতিয়ান দেখুন

অনলাইনে খতিয়ান দেখার জন্য নিম্নের ধাপগুলো অনুসরণ করতে পারেন। 

  • অনলাইনে খতিয়ান দেখার জন্য dlrms.land.gov.bd কোন ওয়েবসাইটে প্রবেশ করুন; 
  • তারপরে সার্ভে খতিয়ান সিলেক্ট করুন;
  • এখন আপনার জমির বিভাগ ও জেলা সিলেক্ট করুন;
  • এবার আপনার উপজেলা বা থানা সিলেক্ট করতে হবে;
  • এরপরে খতিয়ানের ধরণ সিলেক্ট করুন;
  • মৌজা সিলেক্ট করুন; 
  • খতিয়ানের তালিকা এই ঘরে আপনার খতিয়ান নাম্বার লিখুন;
  • অতঃপর খুজুন বাটনে ক্লিক করুন।

তারপরে খতিয়ানের যে তথ্য আসবে তার উপরে ডাবল ক্লিক করুন। এখন নিশ্চয় আপনার খতিয়ানের তথ্য দেখতে পারছেন। 

এভাবেই মাত্র কয়েক সেকেন্ডে যেকোনো জমির খতিয়ানের তথ্য অনুসন্ধান করতে পারবেন উক্ত ওয়েবসাইটের মাধ্যমে। 

অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান

অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান করার জন্য https://land.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপরে সরাসরি ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে ক্লিক করবেন। 

এরপর প্রথমে নামজারি খতিয়ান অপশন সিলেক্ট করুন। এবার আপনার জমির তথ্য প্রদান করতে হবে। তাই জমির বিভাগ, জেলা, উপজেলা, মৌজা এবং খতিয়ানের ধরণ সিলেক্ট করুন। 

সর্বশেষ আপনাকে খতিয়ান নাম্বার অথবা দাগ নাম্বার দিতে হবে। খতিয়ান নাম্বার এর ঘরে খতিয়ান নাম্বার লিখুন। তারপরে খুজুন বাটনে ক্লিক করুন। 

এবার নিশ্চয় আপনার খতিয়ানের তথ্য চলে এসেছে। এখন খতিয়ানের যে অংশ এসেছে তার উপরে ডাবল ক্লিক করুন। তাহলে নামজারি খতিয়ানের যাবতীয় তথ্য দেখতে পারবেন। 

এরকম ভাবেই মাত্র কয়েক সেকেন্ডে নামজারি খতিয়ান হয়েছে কিনা অথবা নামজারি খতিয়ান কি অবস্থায় রয়েছে তা যাচাই করতে পারবেন। 

জমির খতিয়ান অনুসন্ধান

জমির খতিয়ান অনুসন্ধান করার জন্য সর্বপ্রথম আপনাকে ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপরে সেখান থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে ক্লিক করবেন। 

এবার আপনার জমির বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা সিলেক্ট করবেন। এখন খতিয়ানের ধরণ সিলেক্ট করুন। এরপরে খতিয়ান নং দিয়ে খুজুন বাটনে ক্লিক করুন। 

তাহলে আপনার জমির খতিয়ানের তথ্য অনুসন্ধান করতে পারবেন মাত্র কয়েক মিনিটে খুব সহজেই।

শেষকথা 

এই আজকে অনলাইনে খতিয়ান অনুসন্ধান করার বিস্তারিত নিয়ম সম্পর্কে আলোচনা। আশা করি, এই ব্লগ পোস্ট থেকে সহজেই যেকোনো জমির খতিয়ান অনুসন্ধান করতে পারবেন মাত্র কয়েক মিনিটে। 

এছাড়া আপনার জমির খতিয়ান বের করতে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *